Q. ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরউইন উদ্বোধন করেন

Answer: 1931 সালে

ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরউইন উদ্বোধন করেন 1931 সালে। 1911 সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল কলকাতা।

Related GK

Q. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল —

A. সোলোর তত্ত্ব নির্ভর
B. হ্যারড-ডোমার তত্ত্ব নির্ভর
C. মহলানবীশ তত্ত্ব নির্ভর
D. মহাত্মা গান্ধির দর্শন নির্ভর

Q. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়?

A. হাওড়া থেকে বর্ধমান
B. হাওড়া থেকে হুগলি
C. হাওড়া থেকে রানিগঞ্জ
D. শিয়ালদহ থেকে নৈহাটি

Q. গণপরিষদের সভাপতি কে ছিলেন?

A. সি. রাজাগোপালাচারী
B. বি.আর. আম্বেদকর
C. জহরলাল নেহরু
D. রাজেন্দ্র প্রসাদ

Q. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

A. সাঁওতাল বিদ্রোহ
B. চুয়াড় বিদ্রোহ
C. সন্ন্যাসী বিদ্রোহ
D. কোল বিদ্রোহ

Q. কে ‘স্বরাজ্য দলের’ প্রথম সভাপতি ছিলেন?

A. রাজা গোপালাচারী
B. মতিলাল নেহরু
C. রাজেন্দ্র প্রসাদ
D. চিত্তরঞ্জন দাশ

Q. ‘ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লীগের’ প্রতিষ্ঠাতা কে?

A. কৃষ্ণ ভার্মা
B. উপরের কেউ নয়
C. রাসবিহারী বসু
D. সুভাষচন্দ্র বসু