Q. পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি

Answer: আরাবল্লী ভঙ্গিল পর্বত

পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম হল আরাবল্লী  পর্বত।

Related GK

Q. ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?

A. হিন্দুস্থান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম
B. কোচিন শিপইয়ার্ড, কোচি
C. গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা
D. মাজাগাঁও ডক, মুম্বাই

Q. গঙ্গা নদীর সক্রিয় ব-দ্বীপ ভারতে এই স্থানে রয়েছে

A. উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা
B. পূর্ব মেদিনীপুর ও হাওড়া
C. নদীয়া, উত্তর চব্বিশ পরগণা ও হাওড়া
D. সুন্দরবন অঞ্চল

Q. সবুজ বিপ্লব সীমিত ছিল

A. অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে
B. পশ্চিমবঙ্গের ধান চাষে
C. মহারাষ্ট্রের তুলা চাষে
D. পঞ্জাব-হরিয়ানার গম চাষে

Q. ভারতের দ্বিতীয় জনবহুল জেলা (সেনসাস 2011) :

A. এন. সি. আর
B. হাওড়া
C. উত্তর ২৪ পরগণা
D. পাটনা

Q. পশ্চিমবঙ্গের 'গনগনি' অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে?

A. ল্যাটেরাইট মাটি
B. পলি মাটি
C. তরাই মাটি
D. লবণাক্ত মাটি