Q. ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল__

Answer: আরাবল্লী

Related GK

Q. ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হল —

A. লৌহ-ইস্পাত
B. অ্যালুমিনিয়াম
C. কার্পাস বয়নশিল্প
D. সার

Q. পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত?

A. ছোট আন্দামান-এ
B. উত্তর আন্দামান-এ
C. দক্ষিণ আন্দামান-এ
D. বৃহৎ নিকোবর-এ

Q. স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) এর সদর দপ্তর কোথায়?

A. বেঙ্গালুরু
B. তামিলনাড়ু
C. নতুন দিল্লি
D. মুম্বাই

Q. 'জেলেপ লা' হল একটি পর্বত গিরিপথ (Jelep La Pass), এটি কোথায় দেখা যায়

A. সিকিম
B. ভুটান
C. অরুণাচল প্রদেশে
D. নেপাল

Q. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে

A. উত্তর এবং উত্তর পূর্বে
B. উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে
C. উত্তরে
D. উত্তর পশ্চিম এবং দক্ষিণপূর্বে