Q. নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয়?

Answer: সুবর্ণরেখা

সুবর্ণরেখা নদী গঙ্গার উপনদী নয়।

Related GK

Q. মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে

A. মাথাভাঙ্গা নদী
B. মহানন্দা নদী
C. জলঙ্গী নদী
D. ভাগীরথী নদী

Q. Which river used to be called the Sorrow of Bengal?

A. Damodar
B. Brahmaputra
C. Hooghly
D. Bhagirathi

Q. কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বতশ্রেণিগুলির মধ্যে অবস্থিত :

A. জাস্কার ও শিবালিক
B. কারাকোরাম ও শিবালিক
C. জাস্কার ও পীরপাঞ্জাল
D. জাস্কার ও কারাকোরাম

Q. তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত —

A. তরাই
B. তাল
C. ডুয়ার্স
D. দিয়ারা

Q. ভারতের দ্বিতীয় জনবহুল জেলা (সেনসাস 2011) :

A. উত্তর ২৪ পরগণা
B. এন. সি. আর
C. পাটনা
D. হাওড়া

Q. নীল গ্রহ কাকে বলে ?

A. শনি
B. ইউরেনাস
C. প্লুটো
D. পৃথিবী