Q. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত?

Answer: গোদাবরী ও কৃষ্ণার মধ্যে

কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত.

Related GK

Q. বাংলাদেশ কোচবিহারের ছিটমহলে প্রবেশ করে—— করিডোরের মাধ্যমে।

A. তিন বিঘা
B. উপরের কোনটি নয়।
C. জলপাইগুড়ি
D. দার্জিলিং

Q. লুনি নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে?

A. সাতপুরা পাহাড়
B. আরাবল্লী পাহাড়
C. হিমালয় অঞ্চল
D. সিন্ধু নদী

Q. Where is pearl fishing done in India ?

A. Tuticorin
B. Cochin
C. Kandla
D. Nhava Sheva

Q. 'জেলেপ লা' হল একটি পর্বত গিরিপথ (Jelep La Pass), এটি কোথায় দেখা যায়

A. অরুণাচল প্রদেশে
B. সিকিম
C. ভুটান
D. নেপাল

Q. নীল বিপ্লব কোনটির সাথে সম্পর্কিত

A. তেল উত্পাদন
B. দুধ উত্পাদন
C. মাছ উৎপাদন
D. খাদ্য উত্পাদন

Q. কয়লা, খনিজ তৈল এবং প্রাকৃতিক গ্যাস হল

A. Cryogenic Fuel (ক্রায়োজেনিক ফুয়েল )
B. Fossil Fuel (ফসিল ফুয়েল )
C. Indigenous Fuel ( ইণ্ডিজেনাস ফুয়েল )
D. Radioactive Fule (রেডিও অ্যাক্টিভ ফুয়েল)

Q. রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

A. বাঁকুড়া
B. জলপাইগুড়ি
C. দার্জিলিং
D. পুরুলিয়া

Q. 38 তম প্যারালাन (38th parallel) বিভক্ত করে

A. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
B. ভারত ও নেপাল
C. ভিয়েতনাম ও কাম্পুচিয়া
D. ভারত ও পাকিস্তান

Q. Barren Island Wild Life Sanctuary is located in

A. Pondicherry
B. Lakshwadeep
C. Dadra and Nagar Haveli
D. Andaman and Nicobar Island