Q. নীল গ্রহ কাকে বলে ?

Answer: পৃথিবী

Related GK

Q. পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত?

A. উত্তর আন্দামান-এ
B. বৃহৎ নিকোবর-এ
C. দক্ষিণ আন্দামান-এ
D. ছোট আন্দামান-এ

Q. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল

A. জিন্দাগাদা
B. মহেন্দ্রগিরি
C. নীলগিরি
D. আনাইমুদি

Q. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি

A. পাম্বন দ্বীপ
B. আন্দামান দ্বীপ
C. ব্যারন দ্বীপ
D. নিকোবর দ্বীপ

Q. ভারতের সর্ববৃহৎ হিমবাহ হল

A. পিণ্ডারি
B. সিয়াচেন
C. গঙ্গোত্রী
D. হিসপার

Q. ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

A. দিল্লি
B. লক্ষ্ণৌ
C. দেরাদুন
D. ভোপাল

Q. সবুজ বিপ্লব সীমিত ছিল

A. মহারাষ্ট্রের তুলা চাষে
B. পশ্চিমবঙ্গের ধান চাষে
C. পঞ্জাব-হরিয়ানার গম চাষে
D. অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে

Q. ধনেখালি কী জন্য বিখ্যাত?

A. তাঁত শিল্পের জন্য
B. পাট শিল্পের জন্য
C. কাগজ শিল্পের জন্য
D. চর্ম শিল্পের জন্য