Q. পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি?

Answer: দামোদর

পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী দামোদর ।দামোদরের মোট দৈর্ঘ্য 592 কিলোমিটার। দামোদর নদী ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে হুগলি নদী, রূপনারায়ণ নদীতে পতিত হয়েছে। পশ্চিমবঙ্গে দামোদর নদীর হল দৈর্ঘ্য 200 কিলোমিটার।

Related GK

Q. ভারতে বিমান তৈরি হয়

A. নাসিকে
B. কানপুরে
C. ভোপালে
D. বেঙ্গালুরুতে

Q. সিন্ধু নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে?

A. পীর পাঞ্জাল
B. সালতোরা
C. জাসকর
D. কৈলাস

Q. পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল

A. তিস্তা, জলঢাকা, রায়ডাক
B. দামোদর, গঙ্গা
C. গঙ্গা, ব্রহ্মপুত্র
D. তিস্তা, গঙ্গা