Q. সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমিবায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় —

Answer: জুন মাসের 5 - 10 তারিখের মধ্যে

জুন মাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে সাধারণত  গ্রীষ্মকালীন   মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌছায় ।

Related GK

Q. 'জেলেপ লা' হল একটি পর্বত গিরিপথ (Jelep La Pass), এটি কোথায় দেখা যায়

A. অরুণাচল প্রদেশে
B. সিকিম
C. ভুটান
D. নেপাল

Q. জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?

A. তিস্তা ও রায়ডাক
B. তিস্তা ও করলা
C. জলঢাকা ও তোর্সা
D. তিস্তা ও জলঢাকা

Q. চিলকা কোন ধরনের হ্রদের উদাহরণ।

A. হিমবাহ (Glacial)
B. লেগুন (Lagoon)
C. বায়বীয় (Aeolian)
D. ক্রেটার (Crater)

Q. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

A. জম্মু ও কাশ্মীর
B. অন্ধ্রপ্রদেশ
C. তেলেঙ্গানা
D. কেরল

Q. কোন পর্বত শ্রেণীটি সহ্যাদ্রিস নামেও পরিচিত?

A. বিন্ধ্য
B. পশ্চিমঘাট
C. পূর্ব ঘাট
D. সাতপুরা

Q. বিশ্বে বৃহত্তম দুধ উৎপাদক হল

A. চীন
B. আমেরিকা যুক্তরাষ্ট্র
C. ভারত
D. অস্ট্রেলিয়া

Q. তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত?

A. করমন্ডল উপকূলে
B. মালাবার উপকূলে
C. কঙ্কণ উপকূলে
D. কচ্ছ উপসাগর উপকূলে