Q. মুন্ডা বিদ্রোহ (উলগুলান) -এর নেতৃত্ব দেন —

Answer: বিরসা

মুন্ডা বিদ্রোহ (উলগুলান) -এর নেতৃত্ব দেন বিরসা মুন্ডা। মুন্ডা বিদ্রোহ 1900 সালে হয়েছিল।

Related GK

Q. 'Poverty and Unbritish Rule in India' গ্রন্থটির রচয়িতা কে ?

A. রমেশচন্দ্র দত্ত
B. এ. ও. হিউম
C. অমর্ত্য সেন
D. দাদাভাই নওরোজী

Q. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন?

A. সি. আর. দাস
B. লালা লাজপত রাই
C. ভি. ভি. গিরি
D. সুভাষচন্দ্র বসু

Q. কে ইন্ডিয়ান ওমেনস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন?

A. স্যার আশুতোষ মুখোপাধ্যায়
B. ধন্দো কেশব কার্ভে
C. স্যার সৈয়দ আহমেদ খান
D. স্যার উইলিয়াম হান্টার

Q. বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

A. রঞ্জিত সিংহ ও ইংরেজদের মধ্যে 1809 খ্রিষ্টাব্দে
B. পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিষ্টাব্দে
C. টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে 1784 খ্রিষ্টাব্দে
D. মারাঠা ও আহম্মদ শাহ আবদালীর মধ্যে 1761 খ্রিষ্টাব্দে

Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?

A. আবুল কালাম আজাদ
B. বদরুদ্দীন তৈয়বজী
C. সৈয়দ আহমেদ খান
D. ফজলুল হক

Q. ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন?

A. লর্ড হেস্টিংস
B. লর্ড হার্ডিঞ্জ
C. লর্ড ডালহৌসি
D. লর্ড কর্ণওয়ালিশ