Q. 1857 অভ্যুত্থানে ভারতের কোন অঞ্চলে বিশেষ কোনো প্রভাব পড়ে নি?

Answer: পাঞ্জাব

Related GK

Q. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল —

A. মহলানবীশ তত্ত্ব নির্ভর
B. মহাত্মা গান্ধির দর্শন নির্ভর
C. হ্যারড-ডোমার তত্ত্ব নির্ভর
D. সোলোর তত্ত্ব নির্ভর

Q. 1932 সালে 'অল ইন্ডিয়া হরিজন সমাজ' প্রতিষ্ঠা করেছিলেন কে?

A. এম. কে. গান্ধি
B. জহরলাল নেহরু
C. সি. আর. দাশ
D. সুভাষচন্দ্র বসু

Q. 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?

A. ভারত সভা
B. ভারতের কমিউনিস্ট পার্টি
C. বেঙ্গল জমিদার লিগ
D. মুসলিম লিগ

Q. কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাত 'ডান্ডি পদযাত্রা' দিয়ে শুরু হয়?

A. আইন অমান্য আন্দোলন
B. অসহযোগ আন্দোলন
C. খিলাফত আন্দোলন
D. ভারত ছাড়ো আন্দোলন

Q. বিরজীস কাদের কে ছিলেন?

A. বাংলার নবাব
B. হায়দ্রাবাদের নিজাম
C. অযোধ্যার নবাব
D. মুঘল সম্রাট

Q. ‘তিতুমির’ কে ছিলেন?

A. ফরাজী আন্দোলনের নেতা
B. ওয়াহাবী আন্দোলনের নেতা
C. সিপাহী আন্দোলনের নেতা
D. নীল বিদ্রোহ –এর নেতা

Q. বক্সারের যুদ্ধের সময়ে (1764) বাংলার নবাব কে ছিলেন?

A. মীরজাফর
B. মীর কাশিম
C. নিজাম-উদ-দ্দৌলা
D. সুজা-উদ-দৌলা

Q. 1946 সালে কোন মিশন / কমিশন ভারতে আসে ?

A. ক্যাবিনেট মিশন
B. সাইমন কমিশন
C. ক্রিপস মিশন
D. হান্টার কমিশন

Q. গান্ধিজির আইন-অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন ?

A. লর্ড লিনলিথগো
B. লর্ড হার্ডিঞ্জ
C. লর্ড আরউইন
D. লর্ড মিন্টো

Q. ভারতের জাতীয় কংগ্রেসের 'জনক' বলে কাকে অভিহিত করা হয়?

A. মহাত্মা গান্ধি
B. এ. ও. হিউম
C. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
D. লোকমান্য তিলক