Q. পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয়?

Answer: 1784

পিটের ভারত আইন 1784 সালে প্রণীত হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের উদ্যোগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট বা পিটের ভারত শাসন আইন প্রণীত হয়।

Related GK

Q. লক্ষ্ণৌ চুক্তি (1916) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

A. স্বরাজ্য দল ও ভারতীয় জাতীয় কংগ্রেস
B. মুসলিম লীগ ও ভারত সভা
C. ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ
D. হোমরুল লীগ ও মুসলিম লীগ

Q. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

A. সাঁওতাল বিদ্রোহ
B. চুয়াড় বিদ্রোহ
C. কোল বিদ্রোহ
D. সন্ন্যাসী বিদ্রোহ

Q. 'হিন্দু মজদুর সংঘ' -এর প্রতিষ্ঠাতা ছিলেন?

A. দাদাভাই নওরোজী
B. ভি বি প্যাটেল
C. এন এম যোশি
D. জি এল নন্দ

Q. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন?

A. সুভাষচন্দ্র বসু
B. সি. আর. দাস
C. লালা লাজপত রাই
D. ভি. ভি. গিরি

Q. জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কার উদ্যোগে তৈরি হয়েছিল?

Answer: আলেকজান্ডার ডাফ

1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ এর উদ্যোগে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন তৈরি হয়।

Q. 'এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল' প্রতিষ্ঠা করেন

A. স্যার উইলিয়াম জোন্স
B. রাজা রামমোহন রায়
C. সি এফ এন্ড্রুজ
D. উইলিয়াম মার্শাল

Q. 'পাকিস্তান' প্রস্তাবটির জনক কে?

A. আসফ আলি
B. এইচ. এস. সুহরাওয়ার্দি
C. মহম্মদ আলি জিন্না
D. চৌধুরী রহমত আলি

Q. ‘ইনক্লাব জিন্দাবাদ’ শ্লোগানটি কে দিয়েছিলেন?

A. মহঃ ইকবাল
B. ভগৎ সিং
C. সুভাষচন্দ্র বসু
D. লালা লাজপৎ রায়