Q. ‘ইন্ডিয়ান ইনডিপেনডেনস লীগ' প্রতিষ্ঠা করেন

Answer: রাসবিহারী বোস

‘ইন্ডিয়ান ইনডিপেনডেনস লীগ' প্রতিষ্ঠা করেন রাসবিহারী বোস ।ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ' - বা ভারতীয় স্বাধীনতা সংঘ 1942 সালে গঠিত হয়। ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ' - ব্যাংককে গঠিত হয়েছিলো।

Related GK

Q. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (Indian Republican Army) কে প্রতিষ্ঠা করেছিলেন?

A. চিত্তরঞ্জন দাশ
B. সুভাষ চন্দ্র বোস
C. সূর্য সেন
D. রাসবিহারী বোস

Q. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?

A. লর্ড ওয়াভেল
B. লর্ড মাউন্টব্যাটেন
C. লর্ড লিনলিথগো
D. এটলী

Q. হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচকমণ্ডলীরূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল

A. মন্টেগু চেমসফোর্ড রিফর্মস
B. মাউন্টব্যাটেন পরিকল্পনা
C. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935
D. মিন্টো-মরলে রিফর্মস

Q. গণপরিষদের সভাপতি কে ছিলেন?

A. রাজেন্দ্র প্রসাদ
B. জহরলাল নেহরু
C. বি.আর. আম্বেদকর
D. সি. রাজাগোপালাচারী

Q. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

A. চক্রবর্তী রাজাগোপালাচারী
B. লর্ড ওয়েভেল
C. লর্ড মাউন্টব্যাটেন
D. ক্লিমেন্ট এটলি

Q. ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন?

A. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
B. জে. এ. হিকি
C. রাজা রামমোহন রায়
D. বাল গঙ্গাধর তিলক

Q. ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল ?

A. আগস্ট, 1947
B. জুন, 1946
C. আগস্ট, 1946
D. জুলাই, 1947

Q. নীলদর্পণ নাটক কার রচনা ?

A. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
B. দীনবন্ধু মিত্র
C. দ্বিজেন্দ্রলাল রায়
D. গিরীশচন্দ্র ঘোষ