Q. ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল ?

Answer: জুলাই, 1947

ভারতের স্বাধীনতা আইন গৃহীত হয়েছিল জুলাই, 1947। 18ই জুলাই তা রাজকীয় সম্মতি লাভ করে।

Related GK

Q. কোন আইনে ভারতীয়দের শিক্ষাবিস্তারের জন্য বার্ষিক একলক্ষ টাকা বরাদ্দ করা হয়?

A. 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন
B. 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন
C. 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত আইন
D. 1833 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন

Q. বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি "বান এসেছে মরা গাঙে" গানটি রচনা করেন ?

A. কাজী নজরুল ইসলাম
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. মুকুন্দ দাস
D. লালন ফকির

Q. 'দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইনডিপেনডেন্স' -এর রচয়িতা কে?

A. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
B. দাদাভাই নৌরজী
C. রমেশচন্দ্র দত্ত
D. বিনায়ক দামোদর সাভারকর

Q. ভারতের জাতীয় কংগ্রেসে'র প্রতিষ্ঠাতা সভাপতি কে?

A. ডব্লু. সি. বনার্জী
B. জি. কে. গোখলে
C. এস. এন. ব্যানার্জি
D. এ. ও. হিউম

Q. কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?

A. লর্ড ওয়াভেল
B. এ ভি আলেকজান্ডার
C. স্যার স্ট্যাফর্ড ক্রিপস
D. স্যার পেথিক লরেন্স

Q. 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় —

A. বোম্বে ও থানের মধ্যে
B. উপরের কোনোটিই নয়
C. হাওড়া ও বোম্বের মধ্যে
D. হাওড়া ও দিল্লির মধ্যে