Q. বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়?

Answer: 1875

বোম্বাইতে আর্য সমাজ 1875 খ্রিস্টাব্দে 9 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী।

Related GK

Q. কবে ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠিত হয়েছিল?

A. 1 লা সেপ্টেম্বর, 1942
B. 11 ই মে, 1941
C. 1 লা অক্টোবর, 1939
D. 10 ই আগস্ট, 1940

Q. অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল?

A. রোম -এ
B. বার্লিন -এ
C. সিঙ্গাপুর -এ
D. টোকিও -তে

Q. ভারতের জাতীয় কংগ্রেসে'র প্রতিষ্ঠাতা সভাপতি কে?

A. এ. ও. হিউম
B. জি. কে. গোখলে
C. এস. এন. ব্যানার্জি
D. ডব্লু. সি. বনার্জী

Q. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

A. সাঁওতাল বিদ্রোহ
B. কোল বিদ্রোহ
C. চুয়াড় বিদ্রোহ
D. সন্ন্যাসী বিদ্রোহ

Q. কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

A. উডস ডেসপ্যাচ
B. হান্টার কমিশন
C. চার্টার অ্যাক্ট
D. মেকলে মিনিট

Q. 1857 -রবিদ্রোহের সময় লক্ষ্মৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন

A. বেগম হজরৎ মহল
B. নানাসাহেব
C. লিয়াকৎ আলি
D. বাহাদুর শাহ