Q. বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়?

Answer: 1875

বোম্বাইতে আর্য সমাজ 1875 খ্রিস্টাব্দে 9 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী।

Related GK

Q. ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. রাসবিহারী বসু
B. সুভাষচন্দ্র বসু
C. যদুগোপাল মুখোপাধ্যায়
D. হেমচন্দ্র ঘোষ

Q. অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

A. শিশির কুমার ঘোষ
B. রবার্ট নাইট
C. শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়
D. গিরিশ চন্দ্র ঘোষ

Q. বক্সারের যুদ্ধের সময়ে (1764) বাংলার নবাব কে ছিলেন?

A. নিজাম-উদ-দ্দৌলা
B. মীরজাফর
C. মীর কাশিম
D. সুজা-উদ-দৌলা

Q. 1857 -এর বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন ?

A. আওরঙ্গজেব
B. দ্বিতীয় বাহাদুর শাহ
C. মির কাশিম
D. সরফরজ খাঁ

Q. কংগ্রেসের কোন অধিবেশনে 'পূর্ণ স্বরাজের' দাবি ঘোষিত হয়?

A. কলকাতা কংগ্রেস
B. নাগপুর কংগ্রেস
C. লাহোর কংগ্রেস
D. সুরাট কংগ্রেস

Q. ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর -এর জন্য 1946 সালে “Break down plan” প্রস্তাব করেন

A. লর্ড মাউন্টব্যাটন
B. ক্লিমেন্ট অ্যাটলি
C. ভাইসরয় লর্ড ওয়াভেল
D. উইনস্টন চার্চিল

Q. কংগ্রেস ‘সাইমন কমিশন’ বর্জন করেছিল কেন?

A. মুসলিম লিগের একজন সদ্স্য এ’তে ছিল
B. ভারতীয়দের নিজেদের সংবিধান স্থির করার দাবিকে নস্যাৎ করেছিল
C. এটি নির্ধারিত সময়ের এক বছর আগে নিয়োগ করা হয়েছিল
D. কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিল না

Q. 'দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইনডিপেনডেন্স' -এর রচয়িতা কে?

A. বিনায়ক দামোদর সাভারকর
B. দাদাভাই নৌরজী
C. রমেশচন্দ্র দত্ত
D. হরিশচন্দ্র মুখোপাধ্যায়

Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?

A. সৈয়দ আহমেদ খান
B. আবুল কালাম আজাদ
C. ফজলুল হক
D. বদরুদ্দীন তৈয়বজী