Q. গণপরিষদের সভাপতি কে ছিলেন?

Answer: রাজেন্দ্র প্রসাদ

গণপরিষদের সভাপতি ছিলেন ড.রাজেন্দ্র প্রসাদ । 1946 সালের 9 ডিসেম্বর দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। ডঃ সচ্চিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের প্রথম এবং অস্থায়ী সভাপতি। গণপরিষদের মোট সদস্য সংখ্যা 389 জন( দেশীয় রাজ্যের প্রতিনিধি 93 জন, কংগ্রেস 208 জন,মুসলিম লীগের 78 জন প্রতিনিধি ছিলো)

Related GK

Q. ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান?

A. লর্ড রিপন
B. লর্ড ডালহৌসী
C. লর্ড হার্ডিঞ্জ
D. লর্ড ক্যানিং

Q. ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. হেমচন্দ্র ঘোষ
B. যদুগোপাল মুখোপাধ্যায়
C. রাসবিহারী বসু
D. সুভাষচন্দ্র বসু

Q. কংগ্রেস কর্তৃক গঠিত 'জাতীয় পরিকল্পনা কমিটি 'র সভাপতি কে ছিলেন?

A. রাজেন্দ্র প্রাসাদ
B. আসফ আলি
C. তেজ বাহাদুর সপ্রু
D. জওহরলাল নেহেরু

Q. নিচের কে ‘খুদাই খিদমতগার’ সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন?

A. শকাতুল্লাহ আনসারি
B. আব্দুল রব নিস্তার
C. খান আব্দুল কোয়াইয়মখান
D. খান আব্দুল গফফর খান

Q. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন কে?

A. বিপিন চন্দ্র পাল
B. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
C. অরবিন্দ ঘোষ
D. উমেশ চন্দ্র ব্যানার্জি

Q. রাজ্যসভার সভাপতি হলেন

A. ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
B. ভারতের প্রধানমন্ত্রী
C. ভারতের রাষ্ট্রপতি
D. ভারতের উপ-রাষ্ট্রপতি

Q. ‘ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লীগের’ প্রতিষ্ঠাতা কে?

A. সুভাষচন্দ্র বসু
B. কৃষ্ণ ভার্মা
C. রাসবিহারী বসু
D. উপরের কেউ নয়

Q. বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি "বান এসেছে মরা গাঙে" গানটি রচনা করেন ?

A. কাজী নজরুল ইসলাম
B. মুকুন্দ দাস
C. লালন ফকির
D. রবীন্দ্রনাথ ঠাকুর