Q. কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে?

Answer: 1992

1992 এর 1st এপ্রিল পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে।

Related GK

Q. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত 'PVC' কথাটি হল

A. পলিভিনাইল কার্বোনেট
B. ফসফো ভিনাইল ক্লোরাইড
C. পলিভিনাইল ক্লোরাইড
D. ফসফর ভ্যানডিয়াম ক্লোরাইড

Q. কর্কটক্রান্তী রেখা নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না?

A. মধ্যপ্রদেশ
B. বিহার
C. ছত্তিশগড়
D. ঝাড়খণ্ড

Q. 38 তম প্যারালাन (38th parallel) বিভক্ত করে

A. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
B. ভিয়েতনাম ও কাম্পুচিয়া
C. ভারত ও পাকিস্তান
D. ভারত ও নেপাল

Q. ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল__

A. হিমালয়
B. নীলগিরি
C. আরাবল্লী
D. বিন্ধ্য

Q. নিচের কোন তারিখে ভুটানের সংবিধান প্রণীত হয়েছিল?

A. 18 জুলাই 2008
B. 12 জুন 2000
C. 25 আগস্ট 2003
D. 9 অক্টোবর 1998

Q. কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বতশ্রেণিগুলির মধ্যে অবস্থিত :

A. জাস্কার ও শিবালিক
B. জাস্কার ও পীরপাঞ্জাল
C. জাস্কার ও কারাকোরাম
D. কারাকোরাম ও শিবালিক

Q. সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমিবায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় —

A. জুন মাসের 15 - 20 তারিখের মধ্যে
B. জুন মাসের 1 - 5 তারিখের মধ্যে
C. জুন মাসের 5 - 10 তারিখের মধ্যে
D. জুন মাসের 10 - 15 তারিখের মধ্যে