Q. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত 'PVC' কথাটি হল

Answer: পলিভিনাইল ক্লোরাইড

প্লাস্টিক শিল্পে ব্যবহৃত 'PVC' কথাটি হল পলিভিনাইল ক্লোরাইড।পলিভিনাইল ক্লোরাইড হল বিশ্বের তৃতীয়-সবচেয়ে ব্যাপকভাবে উৎপাদিত প্লাস্টিকের সিন্থেটিক পলিমার । প্রতি বছর প্রায় 40 মিলিয়ন টন পিভিসি উত্পাদিত হয়।

Related GK

Q. Loktak Lake is located in

A. Assam
B. Manipur
C. Tripura
D. Arunachal Pradesh

Q. বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

A. গুজরাট
B. মহারাষ্ট্র
C. ঝাড়খণ্ড
D. মধ্যপ্রদেশ

Q. সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমিবায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় —

A. জুন মাসের 10 - 15 তারিখের মধ্যে
B. জুন মাসের 1 - 5 তারিখের মধ্যে
C. জুন মাসের 5 - 10 তারিখের মধ্যে
D. জুন মাসের 15 - 20 তারিখের মধ্যে

Q. কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়?

A. 27 জানুয়ারি, 1969
B. 14 জানুয়ারি, 1969
C. 16 আগস্ট, 1969
D. 4 ডিসেম্বর, 1969

Q. চিলকা কোন ধরনের হ্রদের উদাহরণ।

A. ক্রেটার (Crater)
B. হিমবাহ (Glacial)
C. লেগুন (Lagoon)
D. বায়বীয় (Aeolian)

Q. কোলকাতায় মেট্রোরেল চালু হয়

A. 1986 খ্রিঃ
B. 1989 খ্রিঃ
C. 1988 খ্রিঃ
D. 1984 খ্রিঃ

Q. পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত?

A. বৃহৎ নিকোবর-এ
B. দক্ষিণ আন্দামান-এ
C. উত্তর আন্দামান-এ
D. ছোট আন্দামান-এ