Q. বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন?

Answer: বল্লভভাই প্যাটেল

Related GK

Q. কংগ্রেসকে ‘আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ’ বলে কে সমালোচনা করেছিলেন?

A. স্যার সৈয়দ আহমেদ খান
B. লর্ড ডাফরিন
C. লর্ড কার্জন
D. থিওডোর বেক

Q. ‘ইন্ডিয়ান ইনডিপেনডেনস লীগ' প্রতিষ্ঠা করেন

A. সুভাষ বোস
B. রাসবিহারী বোস
C. তিলক
D. সি. আর. দাশ

Q. বিরজীস কাদের কে ছিলেন?

A. বাংলার নবাব
B. হায়দ্রাবাদের নিজাম
C. মুঘল সম্রাট
D. অযোধ্যার নবাব

Q. ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন?

A. রাজা রামমোহন রায়
B. জে. এ. হিকি
C. বাল গঙ্গাধর তিলক
D. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

Q. 'শের-ই-বাঙ্গাল' কাকে বলা হত ?

A. ফজলুল হক
B. নবাব সেলিমুল্লাহ
C. মৌলানা আবুল কালাম আজাদ
D. হাজি মহম্মদ মহসীন

Q. শ্রীরঙ্গপত্তমে 'স্বাধীনতা বৃক্ষ' স্থাপন করেছিলেন

A. মুর্শিদকুলি খান
B. হায়দার আলি
C. চিন কিলিচ খান
D. টিপু সুলতান

Q. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল?

A. কম্যুনাল আওয়ার্ড
B. সাইমন কমিশনের আগমন
C. Rowlatt আইন প্রণয়ন
D. অসহযোগ আন্দোলন

Q. কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?

A. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড
B. রাওলাট আইন
C. ডান্ডি মার্চ
D. চৌরিচৌরা

Q. ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর -এর জন্য 1946 সালে “Break down plan” প্রস্তাব করেন

A. ক্লিমেন্ট অ্যাটলি
B. উইনস্টন চার্চিল
C. ভাইসরয় লর্ড ওয়াভেল
D. লর্ড মাউন্টব্যাটন