Q. নিচের কে ‘খুদাই খিদমতগার’ সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন?

Answer: খান আব্দুল গফফর খান

খুদাই খিদমতগার এর প্রতিষ্ঠাতা হলেন খান আব্দুল গফ্ফার খান। খান আবদুল গাফ্ফার খান সীমান্ত গান্ধী নামেও পরিচিত। মূলত এই সংগঠনটি ছিল একটি কৃষক সংগঠন।

Related GK

Q. কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের (23 শে নভেম্বর, 1919 খ্রিঃ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন ?

A. মতিলাল নেহেরু
B. মহাত্মা গান্ধী
C. সুভাষচন্দ্র বসু
D. চিত্তরঞ্জন দাস

Q. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (Indian Republican Army) কে প্রতিষ্ঠা করেছিলেন?

A. রাসবিহারী বোস
B. চিত্তরঞ্জন দাশ
C. সুভাষ চন্দ্র বোস
D. সূর্য সেন

Q. 'ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ' -এর সঙ্গে কে জড়িত ছিলেন ?

A. রাসবিহারী বোস
B. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
C. আনন্দ মোহন বোস
D. মহাদেব গোবিন্দ রানাডে

Q. 1930 সালের 6ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত —

A. 'বঙ্গ-বিভাগ' -এর সঙ্গে
B. মহাত্মার 'ডান্ডি অভিযান' -এর সঙ্গে
C. 'ভারত-ছাড়' আন্দোলনের সঙ্গে
D. 'ভারত বিভাগ' -এর সঙ্গে

Q. 'ডান্ডি অভিযান' কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা ছিল ?

A. অসহযোগ আন্দোলন
B. আইন অমান্য আন্দোলন
C. স্বদেশী-বয়কট আন্দোলন
D. ভারত ছাড়ো আন্দোলন

Q. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন?

A. চিত্তরঞ্জন দাশ
B. গান্ধীজি
C. হসরত মোহানি
D. মোতিলাল নেহেরু

Q. কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?

A. ডান্ডি মার্চ
B. রাওলাট আইন
C. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড
D. চৌরিচৌরা

Q. কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-Dated Cheque' বলে অভিহিত করেছিলেন ?

A. মৌলানা আবুল কালাম আজাদ
B. মহাত্মা গান্ধি
C. বি. আর. আম্বেদকর
D. সর্দার বল্লভভাই প্যাটেল