Q. কবে কার অধিনায়কত্বে Indian National Army আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল?

Answer: ক্যাপ্টেন মোহন সিংয় -এর নেতৃত্বে (সিঙ্গাপুরে) 1942 -এ

ক্যাপ্টেন মোহন সিংয় -এর নেতৃত্বে (সিঙ্গাপুরে) 1942 -সালে Indian National Army আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল।

Related GK

Q. আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল —

A. অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
B. খিলাফৎ কমিটি
C. দেওবন্দ স্কুল
D. পীর ফকির মজলিস

Q. 1857 -রবিদ্রোহের সময় লক্ষ্মৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন

A. বেগম হজরৎ মহল
B. নানাসাহেব
C. লিয়াকৎ আলি
D. বাহাদুর শাহ

Q. ভারত একটি

A. রাষ্ট্র সমবায়
B. যুক্তরাষ্ট্র
C. রাজ্যসমূহের সংঘ
D. এককেন্দ্রিক

Q. ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল ?

A. জুন, 1946
B. আগস্ট, 1946
C. আগস্ট, 1947
D. জুলাই, 1947

Q. কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল?

A. 31শে অক্টোবর, 1929 খ্রিস্টাব্দে
B. 26শে জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
C. 2রা জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
D. 8ই ডিসেম্বর, 1930 খ্রিস্টাব্দে

Q. 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে "by far the most serious rebellion since 1857"?

A. চিয়াং কাই শেক
B. ভাইসরয় লর্ড লিনলিথগো
C. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
D. উইনস্টন চার্চিল

Q. কে 'হিন্দু প্যাট্রিয়ট' -এর সম্পাদক?

A. শিশির কুমার ঘোষ
B. হরিশচন্দ্র মুখার্জী
C. মোতিলাল ঘোষ
D. সুরেন্দ্রনাথ ব্যানার্জী

Q. ভারতের জাতীয় কংগ্রেসের 'জনক' বলে কাকে অভিহিত করা হয়?

A. এ. ও. হিউম
B. মহাত্মা গান্ধি
C. লোকমান্য তিলক
D. সুরেন্দ্রনাথ ব্যানার্জী