Q. কংগ্রেসের কোন অধিবেশনে 'পূর্ণ স্বরাজের' দাবি ঘোষিত হয়?

Answer: লাহোর কংগ্রেস

26শে জানুয়ারী 1930 সালে ভারতীয় জাতীয়তাবাদী নেতারা ভারতের জাতীয় কংগ্রেসের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে পূর্ণ স্বরাজ দাবি করেন।
৩১ শে ডিসেম্বর, ১৯২৯ খ্রিস্টাব্দে লাহোরে কংগ্রেস প্রেসিডেন্ট জওহরলাল নেহেরু ভারতের পতাকা উত্তোলন করেন এবং কংগ্রেস 26শে জানুয়ারী 1930 খ্রিস্টাব্দ দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করে।

Related GK

Q. 'পাকিস্তান' প্রস্তাবটির জনক কে?

A. এইচ. এস. সুহরাওয়ার্দি
B. চৌধুরী রহমত আলি
C. আসফ আলি
D. মহম্মদ আলি জিন্না

Q. বঙ্গভঙ্গ কবে রদ হয় —

A. 1907 সালে
B. 1914 সালে
C. 1911 সালে
D. 1909 সালে

Q. গান্ধিজির আইন-অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন ?

A. লর্ড হার্ডিঞ্জ
B. লর্ড মিন্টো
C. লর্ড লিনলিথগো
D. লর্ড আরউইন

Q. কোন গ্রন্থ নীল্ চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়?

A. আনন্দমঠ
B. দীনবন্ধু
C. নীলদর্পণ
D. নীলদর্শন

Q. কে 'স্পিরিট অফ ইসলাম' লিখেছিলেন?

A. থিয়োডোর বেক
B. আব্দুল ওয়াহাব
C. মহসিন উল-মুলক
D. সৈয়দ আমীর আলী

Q. 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় —

A. উপরের কোনোটিই নয়
B. বোম্বে ও থানের মধ্যে
C. হাওড়া ও বোম্বের মধ্যে
D. হাওড়া ও দিল্লির মধ্যে

Q. কোন আইন কে 'Black-Bill' বলা হত?

A. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট-কে
B. Pitt ইন্ডিয়া অ্যাক্ট -কে
C. দা রেগুলেটিং অ্যাক্ট-কে
D. Rowlatt অ্যাক্ট -কে

Q. বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন?

A. মহাত্মা গান্ধী
B. বল্লভভাই প্যাটেল
C. রাজাগোপালাচারী
D. চমনলাল