Q. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার ‘বন্দেমাতরম’ গানটি গাওয়া হয়?

Answer: ১৮৯৬ অধিবেশনে

Related GK

Q. ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল?

A. হায়দরাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অঙ্গীভূতকরণ
B. উত্তর–পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট নেওয়া
C. কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি গড়া
D. সিমলা কনফারেন্স আহ্বান করা

Q. নীলদর্পণ নাটক কার রচনা ?

A. দীনবন্ধু মিত্র
B. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
C. গিরীশচন্দ্র ঘোষ
D. দ্বিজেন্দ্রলাল রায়

Q. কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল?

A. 26শে জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
B. 31শে অক্টোবর, 1929 খ্রিস্টাব্দে
C. 2রা জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
D. 8ই ডিসেম্বর, 1930 খ্রিস্টাব্দে

Q. হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচকমণ্ডলীরূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল

A. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935
B. মিন্টো-মরলে রিফর্মস
C. মাউন্টব্যাটেন পরিকল্পনা
D. মন্টেগু চেমসফোর্ড রিফর্মস

Q. অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

A. গিরিশ চন্দ্র ঘোষ
B. শিশির কুমার ঘোষ
C. রবার্ট নাইট
D. শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়

Q. 'উলগুলান' শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত ?

A. গোর্খা অভ্যুত্থান
B. মুণ্ডা অভ্যুত্থান
C. সাঁওতাল অভ্যুত্থান
D. কোল অভ্যুত্থান