Q. সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল ____

Answer: আনাইমুদি

পশ্চিম ঘাট পর্বতের অপর নাম সহ্যাদ্রি।

Related GK

Q. নিচের কোন দেশটি ‘SAARC’ এর সদস্য নয়?

A. মরিশাস
B. ভুটান
C. বাংলাদেশ
D. নেপাল

Q. দামোদর ভ্যালি কর্পোরেশন হলো —

A. পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড রাজ্যদ্বয়ের একটি সংস্থা
B. ভারতের একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা
C. ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা
D. পশ্চিমবঙ্গের একটি রাজ্য সরকারি সংস্থা

Q. ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো —

A. নাহোরকাটিয়া
B. দিগবয়
C. রুদ্রসাগর
D. সুর্মা উপত্যকা

Q. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়?

A. হাওড়া থেকে হুগলি
B. শিয়ালদহ থেকে নৈহাটি
C. হাওড়া থেকে রানিগঞ্জ
D. হাওড়া থেকে বর্ধমান

Q. ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?

A. মাজাগাঁও ডক, মুম্বাই
B. হিন্দুস্থান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম
C. গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা
D. কোচিন শিপইয়ার্ড, কোচি

Q. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নীচের কোন পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত?

A. সিঙ্গালীলা পর্বতশ্রেণি
B. উপরের কোনোটিই নয়
C. দার্জিলিং পর্বতশ্রেণি
D. জয়ন্তী পাহাড়

Q. পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হল

A. পশ্চিম বর্ধমান
B. পুরুলিয়া
C. বাঁকুড়া
D. বীরভূম