Q. সবুজ বিপ্লব সীমিত ছিল

Answer: পঞ্জাব-হরিয়ানার গম চাষে

সবুজ বিপ্লব সীমিত ছিল পাঞ্জাব ও হরিয়ানার গম চাষে। সবুজ বিপ্লবের জনক হলেন নরম্যান বোরলগ। সবুজ বিপ্লব সংগঠিত 1960 এর দশকে।

Related GK

Q. একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা (International Date Line)-কে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, তখন সে

A. একদিন এগিয়ে যায়
B. অর্ধেক দিন এগিয়ে যায়
C. অর্ধেক দিন পিছিয়ে যায়
D. একদিন পিছিয়ে যায়

Q. করবেট জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত?

A. গুজরাট
B. পশ্চিমবঙ্গ
C. ত্রিপুরা
D. উত্তরাখণ্ড

Q. আলাউদ্দিন খিলজী-র দাক্ষিণাত্য অভিযানে তাঁর সেনাধ্যক্ষ ছিলেন

A. আইনুল মূলক মুলতানি
B. মালিক কাফুর
C. নুসরাত খান
D. উলুঘ খান

Q. কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন

A. অটল বিহারী বাজপেয়ী
B. চৌধুরী চরণ সিং
C. জয়প্রকাশ নারায়ণ
D. মোরারজি দেশাই

Q. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত 'PVC' কথাটি হল

A. পলিভিনাইল ক্লোরাইড
B. ফসফর ভ্যানডিয়াম ক্লোরাইড
C. ফসফো ভিনাইল ক্লোরাইড
D. পলিভিনাইল কার্বোনেট

Q. Dalma Trap ভারতের ____ রাজ্যে অবস্থিত।

A. ঝাড়খণ্ড
B. ওড়িশা
C. বিহার
D. উপরের কোনটি নয়

Q. নিম্নলিখিত কোন রাজবংশের শাসন 'ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ' নামে পরিচিত?

A. প্রতিহার রাজবংশ
B. লোধি রাজবংশ
C. গুপ্ত রাজবংশ
D. সেন রাজবংশ

Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?

A. ফজলুল হক
B. বদরুদ্দীন তৈয়বজী
C. সৈয়দ আহমেদ খান
D. আবুল কালাম আজাদ

Q. কে 'স্পিরিট অফ ইসলাম' লিখেছিলেন?

A. মহসিন উল-মুলক
B. থিয়োডোর বেক
C. আব্দুল ওয়াহাব
D. সৈয়দ আমীর আলী