Q. নিচের কোন দেশটি ‘SAARC’ এর সদস্য নয়?

Answer: মরিশাস

মরিশাস SAARC সদস্য নয়।SAARC এর পুরো কথা হলো South Asian Association for Regional Cooperation বা (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা)। এটি 1985 সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হয় । বর্তমানে এর সদস্য দেশ 8 টি।

Related GK

Q. কংগ্রেস কর্তৃক গঠিত 'জাতীয় পরিকল্পনা কমিটি 'র সভাপতি কে ছিলেন?

A. রাজেন্দ্র প্রাসাদ
B. জওহরলাল নেহেরু
C. তেজ বাহাদুর সপ্রু
D. আসফ আলি

Q. What was the effective date of the partition of Bengal?

A. 16th October 1905
B. 29 March 1901
C. 14 August 1996
D. 22 July 1911

Q. প্রচুর পরিমাণে তামা পাওয়া যায়

A. নাগপুর
B. দুর্গাপুর
C. ঘাটশিলা
D. ময়ূরভঞ্জ

Q. ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষ বসু কাকে পরাজিত করেছিলেন?

A. মৌলানা আজাদ
B. পট্টভি সীতারামাইয়া
C. রাজেন্দ্র প্রসাদ
D. জহরলাল নেহেরু

Q. আকবর 'ইবাদতখানা' নির্মাণ করেন কোন সালে?

A. 1568 খ্রিস্টাব্দে
B. 1562 খ্রিস্টাব্দে
C. 1571 খ্রিস্টাব্দে
D. 1575 খ্রিস্টাব্দে

Q. কবে ‘ডান্ডী অভিযান’ হয়েছিল?

A. 12 ই এপ্রিল, 1925
B. 7 ই আগস্ট, 1942
C. 12 ই মার্চ, 1930
D. 14 ই মে, 1935