Q. কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র অবস্থিত?

Answer: ব্রাহ্মণী

রাউরকেল্লা ইস্পাত কারখানা ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। রাউরকেল্লা ইস্পাত কারখানা ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত। রাউরকেল্লা ইস্পাত কারখানা টি 1955 সালে প্রতিষঠিত হয়।

Related GK

Q. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

A. কেরল
B. জম্মু ও কাশ্মীর
C. তেলেঙ্গানা
D. অন্ধ্রপ্রদেশ
Dam

Q. ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো —

A. সুর্মা উপত্যকা
B. দিগবয়
C. রুদ্রসাগর
D. নাহোরকাটিয়া

Q. কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলে?

A. থাঞ্জাভুর
B. করমন্ডল উপকূল
C. মাদ্রাজ
D. কন্যাকুমারী

Q. —— hill range is also known as Sahyadris.

A. Eastern Ghats
B. Western Ghats
C. Vindhayas
D. Satpura

Q. ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হল —

A. অ্যালুমিনিয়াম
B. সার
C. কার্পাস বয়নশিল্প
D. লৌহ-ইস্পাত