Q. কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র অবস্থিত?

Answer: ব্রাহ্মণী

রাউরকেল্লা ইস্পাত কারখানা ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। রাউরকেল্লা ইস্পাত কারখানা ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত। রাউরকেল্লা ইস্পাত কারখানা টি 1955 সালে প্রতিষঠিত হয়।

Related GK

Q. দামোদর ভ্যালি কর্পোরেশন হলো —

A. পশ্চিমবঙ্গের একটি রাজ্য সরকারি সংস্থা
B. ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা
C. ভারতের একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা
D. পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড রাজ্যদ্বয়ের একটি সংস্থা

Q. সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

A. কর্ণাটক
B. অন্ধপ্রদেশ
C. মধ্যপ্রদেশ
D. মহারাষ্ট্র
Dam

Q. চিলকা কোন ধরনের হ্রদের উদাহরণ।

A. লেগুন (Lagoon)
B. বায়বীয় (Aeolian)
C. ক্রেটার (Crater)
D. হিমবাহ (Glacial)

Q. কোন অঞ্চলকে 'দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার' বলা হয়?

A. কোয়েম্বাটোর
B. তিরুচিরাপল্লী
C. থাঞ্জাভুর
D. তিরুবনন্তপুরম

Q. ধনেখালি কী জন্য বিখ্যাত?

A. চর্ম শিল্পের জন্য
B. কাগজ শিল্পের জন্য
C. তাঁত শিল্পের জন্য
D. পাট শিল্পের জন্য

Q. সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত পর্বতশ্রেণিতে অবস্থিত :

A. কারাকোরাম
B. জাস্কার
C. পীরপাঞ্জাল
D. শিবালিক