Q. কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল?

Answer: 26শে জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে

৩১ শে ডিসেম্বর, ১৯২৯ খ্রিস্টাব্দে লাহোরে কংগ্রেস প্রেসিডেন্ট জওহরলাল নেহেরু ভারতের পতাকা উত্তোলন করেন এবং কংগ্রেস 26শে জানুয়ারী 1930 খ্রিস্টাব্দ দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করে।

Related GK

Q. কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে 'গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া' বলা হয় ?

A. বদরউদ্দিন তৈয়বজী
B. গোপালকৃষ্ণ গোখলে
C. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
D. দাদাভাই নৌরজী

Q. ‘Back to Vedas’ এই স্লোগান কে প্রবর্তন করেন?

A. স্বামী দয়ানন্দ সরস্বতী
B. লালা হংসরাজ
C. পণ্ডিত গুরুদত্ত
D. লালা লাজপত রাই

Q. কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?

A. উইলিয়াম জোনস
B. আলেকজান্ডার ক্যানিংহ্যাম
C. ডেভিড হেয়ার
D. জন স্টুয়ার্ট মিল

Q. কে 1905 সালে 'ঢাকা অনুশীলন সমিতি' স্থাপন করেছিলেন ?

A. পুলিন বিহারী দাস
B. ক্ষুদিরাম বসু
C. বারীন্দ্র কুমার ঘোষ
D. কেশবচন্দ্র সেন

Q. ভারতের জাতীয় কংগ্রেসে'র প্রতিষ্ঠাতা সভাপতি কে?

A. এ. ও. হিউম
B. ডব্লু. সি. বনার্জী
C. জি. কে. গোখলে
D. এস. এন. ব্যানার্জি

Q. 1857 মহাবিদ্রোহের অব্যবহিত পরে বাংলায় কোন অভুত্থান ঘটে?

A. সন্ন্যাসী বিদ্রোহ
B. পাবনা বিদ্রোহ
C. নীল বিদ্রোহ
D. সাঁওতাল বিদ্রোহ

Q. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

A. মহম্মদ শেখ আবদুল্লা
B. লর্ড মাউন্টব্যাটেন
C. মহম্মদ আলি জিন্না
D. সৈয়দ আমীর আলী