Q. দেশ ভাগের সময় ভারতে কতগুলি সামন্ত রাজ্য ছিল?

Answer: 562

দেশ ভাগের সময় ভারতে প্রায় 562 টি সামন্ত রাজ্য ছিল । পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বিখ্যাত দেশীয় রাজ্য ছিল কোচবিহার। 1950 সালে কোচবিহার ভারতের সাথে যুক্ত হয়।

Related GK

Q. বিরজীস কাদের কে ছিলেন?

A. মুঘল সম্রাট
B. হায়দ্রাবাদের নিজাম
C. অযোধ্যার নবাব
D. বাংলার নবাব

Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন

A. বাল গঙ্গাধর তিলক
B. এ. ও. হিউম
C. সুরেন্দ্র নাথ ব্যানার্জী
D. মতিলাল নেহরু

Q. হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন —

A. এন এম লোখান্ডি
B. বি. আর. আম্বেদকর
C. বি. জি. তিলক
D. এম. কে গান্ধি

Q. ’এশিয়াটিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা কে?

A. এইচ. ভি. ডিরোজিও
B. উইলিয়াম জোন্স
C. আলেকজান্ডার ডাফ
D. ডেভিড হেয়ার

Q. মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল

A. মাদ্রাজ অধিবেশনে (1927)
B. করাচী অধিবেশনে (1931)
C. গৌহাটি অধিবেশনে (1926)
D. লাহোর অধিবেশনে (1929)

Q. কে ‘স্বরাজ্য দলের’ প্রথম সভাপতি ছিলেন?

A. রাজা গোপালাচারী
B. মতিলাল নেহরু
C. রাজেন্দ্র প্রসাদ
D. চিত্তরঞ্জন দাশ

Q. অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

A. শিশির কুমার ঘোষ
B. শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়
C. গিরিশ চন্দ্র ঘোষ
D. রবার্ট নাইট

Q. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

A. সৈয়দ আমীর আলী
B. মহম্মদ আলি জিন্না
C. লর্ড মাউন্টব্যাটেন
D. মহম্মদ শেখ আবদুল্লা