Q. ‘তিতুমির’ কে ছিলেন?

Answer: ওয়াহাবী আন্দোলনের নেতা

‘তিতুমির’ ছিলেন ওয়াহাবী আন্দোলনের নেতা। তার পুরো নাম মীর নিশার আলী। তার জন্ম হয় তৎকালীন 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার চাঁদপুর (মতান্তরে হায়দরপুর) গ্রামে। তিতুমির বাদুড়িয়া থানার অন্তর্গত নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করেছিলেন।

Related GK

Q. কবে ‘ডান্ডী অভিযান’ হয়েছিল?

A. 14 ই মে, 1935
B. 7 ই আগস্ট, 1942
C. 12 ই মার্চ, 1930
D. 12 ই এপ্রিল, 1925

Q. বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি "বান এসেছে মরা গাঙে" গানটি রচনা করেন ?

A. কাজী নজরুল ইসলাম
B. মুকুন্দ দাস
C. রবীন্দ্রনাথ ঠাকুর
D. লালন ফকির

Q. ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. যদুগোপাল মুখোপাধ্যায়
B. রাসবিহারী বসু
C. সুভাষচন্দ্র বসু
D. হেমচন্দ্র ঘোষ

Q. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

A. মহম্মদ শেখ আবদুল্লা
B. মহম্মদ আলি জিন্না
C. সৈয়দ আমীর আলী
D. লর্ড মাউন্টব্যাটেন

Q. শ্রীরঙ্গপত্তমে 'স্বাধীনতা বৃক্ষ' স্থাপন করেছিলেন

A. চিন কিলিচ খান
B. টিপু সুলতান
C. হায়দার আলি
D. মুর্শিদকুলি খান

Q. ক্রিপস মিশন প্রস্তাব একটি 'ফেল করা ব্যাংকের ওপর আগামীদিনের চেক-এর মতো'— এই উক্তি কার?

A. সুভাষ চন্দ্র বসু
B. সর্দার বল্লভভাই প্যাটেল
C. জহরলাল নেহেরু
D. মহাত্মা গান্ধী

Q. কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের (23 শে নভেম্বর, 1919 খ্রিঃ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন ?

A. চিত্তরঞ্জন দাস
B. মতিলাল নেহেরু
C. সুভাষচন্দ্র বসু
D. মহাত্মা গান্ধী

Q. কারা 'প্রত্যক্ষ সংগ্রাম' -এর (Direct Action) ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয়?

A. ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (18 আগস্ট, 1945)
B. হিন্দু মহাসভা (3 জুন, 1942)
C. জাতীয় কংগ্রেস (8 আগস্ট, 1942)
D. মুসলিম লীগ (16 আগস্ট, 1946)

Q. কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন

A. চৌধুরী চরণ সিং
B. মোরারজি দেশাই
C. জয়প্রকাশ নারায়ণ
D. অটল বিহারী বাজপেয়ী