Q. কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন

Answer: মোরারজি দেশাই

Related GK

Q. অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল?

A. রোম -এ
B. বার্লিন -এ
C. টোকিও -তে
D. সিঙ্গাপুর -এ

Q. 1857 -রবিদ্রোহের সময় লক্ষ্মৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন

A. বাহাদুর শাহ
B. লিয়াকৎ আলি
C. বেগম হজরৎ মহল
D. নানাসাহেব

Q. হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন —

A. এন এম লোখান্ডি
B. এম. কে গান্ধি
C. বি. জি. তিলক
D. বি. আর. আম্বেদকর

Q. 'শের-ই-বাঙ্গাল' কাকে বলা হত ?

A. মৌলানা আবুল কালাম আজাদ
B. নবাব সেলিমুল্লাহ
C. হাজি মহম্মদ মহসীন
D. ফজলুল হক

Q. সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন?

A. লর্ড বেন্টিঙ্ক
B. লর্ড ডালহৌসী
C. লর্ড হেস্টিংস
D. লর্ড ক্যানিং

Q. 'উলগুলান' শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত ?

A. মুণ্ডা অভ্যুত্থান
B. সাঁওতাল অভ্যুত্থান
C. কোল অভ্যুত্থান
D. গোর্খা অভ্যুত্থান