Q. ক্রিপস মিশন প্রস্তাব একটি 'ফেল করা ব্যাংকের ওপর আগামীদিনের চেক-এর মতো'— এই উক্তি কার?

Answer: মহাত্মা গান্ধী

Related GK

Q. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. লালা হরদয়াল
B. ওপেন হাজারিকা
C. ভূপেন্দ্র মুখোপাধ্যায়
D. চিত্তরঞ্জন দাস

Q. ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান?

A. লর্ড হার্ডিঞ্জ
B. লর্ড ক্যানিং
C. লর্ড ডালহৌসী
D. লর্ড রিপন

Q. হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন —

A. বি. আর. আম্বেদকর
B. এন এম লোখান্ডি
C. এম. কে গান্ধি
D. বি. জি. তিলক

Q. নিম্নোক্ত ঐতিহাসিকদের মধ্যে কে আলিগড় স্কুলের অন্তর্ভুক্ত নন ?

A. নুরুল হাসান
B. অনিল সীল
C. আতয়ার আলি
D. ইরফান হাবিব

Q. ‘ইন্ডিয়ান ইনডিপেনডেনস লীগ' প্রতিষ্ঠা করেন

A. সুভাষ বোস
B. সি. আর. দাশ
C. রাসবিহারী বোস
D. তিলক

Q. 'হিন্দু মজদুর সংঘ' -এর প্রতিষ্ঠাতা ছিলেন?

A. জি এল নন্দ
B. ভি বি প্যাটেল
C. এন এম যোশি
D. দাদাভাই নওরোজী

Q. বিরজীস কাদের কে ছিলেন?

A. বাংলার নবাব
B. হায়দ্রাবাদের নিজাম
C. অযোধ্যার নবাব
D. মুঘল সম্রাট