Q. কোন আইনে ভারতীয়দের শিক্ষাবিস্তারের জন্য বার্ষিক একলক্ষ টাকা বরাদ্দ করা হয়?

Answer: 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন

1813 খ্রিস্টাব্দের চার্টার এক্ট বা সনদ আইনের বলা হয়েছিল কোম্পানির আদায় করা রাজস্ব থেকে বার্ষিক এক লক্ষ টাকা ভারতীয়দের সাহিত্য ও বিজ্ঞান শিক্ষার জন্য ব্যয় করা হবে।

Related GK

Q. 1857 -এর বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন ?

A. সরফরজ খাঁ
B. মির কাশিম
C. দ্বিতীয় বাহাদুর শাহ
D. আওরঙ্গজেব

Q. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন?

A. হসরত মোহানি
B. চিত্তরঞ্জন দাশ
C. গান্ধীজি
D. মোতিলাল নেহেরু

Q. কে অ্যাংলো-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?

A. দয়ানন্দ সরস্বতী
B. লালা হংসরাজ
C. মহাদেব গোবিন্দ রানাডে
D. আত্মারাম পান্ডুরঙ্গ

Q. 1930 সালের 6ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত —

A. 'ভারত বিভাগ' -এর সঙ্গে
B. মহাত্মার 'ডান্ডি অভিযান' -এর সঙ্গে
C. 'বঙ্গ-বিভাগ' -এর সঙ্গে
D. 'ভারত-ছাড়' আন্দোলনের সঙ্গে

Q. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল —

A. মহাত্মা গান্ধির দর্শন নির্ভর
B. হ্যারড-ডোমার তত্ত্ব নির্ভর
C. মহলানবীশ তত্ত্ব নির্ভর
D. সোলোর তত্ত্ব নির্ভর

Q. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন?

A. ভি. ভি. গিরি
B. সি. আর. দাস
C. সুভাষচন্দ্র বসু
D. লালা লাজপত রাই

Q. কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের (23 শে নভেম্বর, 1919 খ্রিঃ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন ?

A. মহাত্মা গান্ধী
B. মতিলাল নেহেরু
C. সুভাষচন্দ্র বসু
D. চিত্তরঞ্জন দাস

Q. কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-Dated Cheque' বলে অভিহিত করেছিলেন ?

A. বি. আর. আম্বেদকর
B. মৌলানা আবুল কালাম আজাদ
C. সর্দার বল্লভভাই প্যাটেল
D. মহাত্মা গান্ধি