Q. মহাত্মা গান্ধির অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল ?

Answer: তাঁর চরকা

মহাত্মা গান্ধির অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক ছিল তাঁর চরকা।

Related GK

Q. তীতুমীরের আসল নাম কী ছিল ?

A. সৈয়দ মীর নাসের আলী
B. সৈয়দ আমানুল্লা
C. সৈয়দ আমীর আলী
D. সৈয়দ মীর মহম্মদ খান

Q. অলিভার স্টোন কে?

A. গীতিকার
B. ঔপন্যাসিক
C. অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা
D. অভিনেতা

Q. কোন গ্রন্থ নীল্ চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়?

A. নীলদর্শন
B. দীনবন্ধু
C. আনন্দমঠ
D. নীলদর্পণ

Q. 'মহারানীর ঘোষণাপত্রের' তারিখ কী ছিল?

A. 10ই মে, 1857
B. 29শে মার্চ, 1857
C. 1লা নভেম্বর, 1858
D. 11ই ফেব্রুয়ারী, 1860

Q. কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-Dated Cheque' বলে অভিহিত করেছিলেন ?

A. বি. আর. আম্বেদকর
B. মহাত্মা গান্ধি
C. সর্দার বল্লভভাই প্যাটেল
D. মৌলানা আবুল কালাম আজাদ

Q. কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?

A. ডেভিড হেয়ার
B. জন স্টুয়ার্ট মিল
C. আলেকজান্ডার ক্যানিংহ্যাম
D. উইলিয়াম জোনস

Q. আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল —

A. দেওবন্দ স্কুল
B. অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
C. পীর ফকির মজলিস
D. খিলাফৎ কমিটি