Q. আই. এন. এ. -র বিখ্যাত বিচার-মামলা দিল্লীর লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল?

Answer: 1946

আই. এন. এ. -র বিখ্যাত বিচার-মামলা দিল্লীর লালকেল্লায় 1946 সালে অনুষ্ঠিত হয়েছিল।1946 সালের আই.এন.এ. বিচারসভায় প্রতিপক্ষের উকিল ছিলেন জহরলাল নেহেরু, ভুলাভাই দেশাই, তেজ বাহাদুর, কৈলাসনাথ কাটুজু, আসফ আলি প্রমুখ। এই প্রকাশ্য বিচার সভা বসে ছিল দিল্লির লাল কেল্লায় । 5 ই নভেম্বর বিচার প্রক্রিয়া শুরু হয়।

Related GK

Q. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে কাকে অভিহিত করা হয়?

A. বীরসালিঙ্গম পানতুলু
B. মহাদেব গোবিন্দ রানাডে
C. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D. রাজা রামমোহন রায়

Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন

A. মতিলাল নেহরু
B. সুরেন্দ্র নাথ ব্যানার্জী
C. এ. ও. হিউম
D. বাল গঙ্গাধর তিলক

Q. শ্রীরঙ্গপত্তমে 'স্বাধীনতা বৃক্ষ' স্থাপন করেছিলেন

A. টিপু সুলতান
B. হায়দার আলি
C. চিন কিলিচ খান
D. মুর্শিদকুলি খান

Q. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়?

A. হাওড়া থেকে রানিগঞ্জ
B. শিয়ালদহ থেকে নৈহাটি
C. হাওড়া থেকে হুগলি
D. হাওড়া থেকে বর্ধমান

Q. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন কে?

A. উমেশ চন্দ্র ব্যানার্জি
B. অরবিন্দ ঘোষ
C. বিপিন চন্দ্র পাল
D. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়