Q. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন কে?

Answer: উমেশ চন্দ্র ব্যানার্জি

১৮৮৫ খ্রিস্টাব্দে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল।

Related GK

Q. 1946 সালের আই.এন.এ. বিচারসভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন?

A. জওহরলাল নেহরু
B. পূর্বে উক্ত সকলেই
C. ভূলাভাই দেশাই
D. তেজ বাহাদুর সপরু

Q. 'ঢাকা অনুশীলন সমিতি' কে প্রতিষ্ঠা করেন?

A. পুলিনবিহারী দাস
B. এস. এন. সান্যাল
C. যতীন্দ্রনাথ মুখার্জী
D. প্রফুল্ল চাকী

Q. কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-Dated Cheque' বলে অভিহিত করেছিলেন ?

A. মহাত্মা গান্ধি
B. সর্দার বল্লভভাই প্যাটেল
C. মৌলানা আবুল কালাম আজাদ
D. বি. আর. আম্বেদকর

Q. কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের (23 শে নভেম্বর, 1919 খ্রিঃ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন ?

A. মতিলাল নেহেরু
B. মহাত্মা গান্ধী
C. সুভাষচন্দ্র বসু
D. চিত্তরঞ্জন দাস

Q. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল —

A. মহলানবীশ তত্ত্ব নির্ভর
B. মহাত্মা গান্ধির দর্শন নির্ভর
C. হ্যারড-ডোমার তত্ত্ব নির্ভর
D. সোলোর তত্ত্ব নির্ভর

Q. ভারতের জাতীয় কংগ্রেসের 'জনক' বলে কাকে অভিহিত করা হয়?

A. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
B. এ. ও. হিউম
C. লোকমান্য তিলক
D. মহাত্মা গান্ধি

Q. 'উলগুলান' শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত ?

A. গোর্খা অভ্যুত্থান
B. সাঁওতাল অভ্যুত্থান
C. কোল অভ্যুত্থান
D. মুণ্ডা অভ্যুত্থান

Q. কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে 'গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া' বলা হয় ?

A. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
B. দাদাভাই নৌরজী
C. গোপালকৃষ্ণ গোখলে
D. বদরউদ্দিন তৈয়বজী