Q. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন?

Answer: চিত্তরঞ্জন দাশ

অসহযোগ আন্দোলনকালে প্রথম গ্রেপ্তার হন চিত্তরঞ্জন দাশ।

Related GK

Q. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

A. সন্ন্যাসী বিদ্রোহ
B. সাঁওতাল বিদ্রোহ
C. চুয়াড় বিদ্রোহ
D. কোল বিদ্রোহ

Q. কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

A. মেকলে মিনিট
B. চার্টার অ্যাক্ট
C. হান্টার কমিশন
D. উডস ডেসপ্যাচ

Q. কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাত 'ডান্ডি পদযাত্রা' দিয়ে শুরু হয়?

A. আইন অমান্য আন্দোলন
B. খিলাফত আন্দোলন
C. ভারত ছাড়ো আন্দোলন
D. অসহযোগ আন্দোলন

Q. ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়?

A. গর্ডন চাইল্ড
B. মটিমার হুইলার
C. জন মার্শাল
D. আলেকজান্ডার কানিংহাম

Q. ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. যদুগোপাল মুখোপাধ্যায়
B. সুভাষচন্দ্র বসু
C. হেমচন্দ্র ঘোষ
D. রাসবিহারী বসু

Q. মনসবের অর্থ হল

A. ভূমিদান
B. সেনানায়ক
C. ধর্মগ্রন্থ
D. পদ বা পদমর্যাদা

Q. খোদা-ই-খিদমৎগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. মৌলানা আজাদ
B. আব্বাস তায়েবজী
C. ডঃ আনসারি
D. খান আব্দুল গফ্ফর খান