Q. মনসবের অর্থ হল

Answer: পদ বা পদমর্যাদা

মনসবের অর্থ হল পদ বা পদমর্যাদা । আকবর সাম্রাজ্যের সামরিক ও বেসামরিক কাজকর্মের ভিত্তি হিসেবে 1577 খ্রিস্টাব্দে মনসবদারি প্রথা চালু করেন। 'মনসব' কথাটির অর্থ হল 'পদমর্যাদা' বা Rank। এই পদমর্যাদার অধিকারী ব্যক্তিরা 'মনসবদার' নামে পরিচিত।

Related GK

Q. ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ -এর সহযোগীতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?

A. এইচ এল ভি ডিরোজিও
B. কেশবচন্দ্র সেন
C. রাজা রামমোহন রায়
D. ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Q. Between whom and when was the Treaty of basin signed?

A. Tipu Sultan and English, 1784
B. Marathas and Ahmed Shah Abdali, 1761
C. Ranjit Singh and the English, 1809
D. Peshwa Baji Rao 2nd and English, 1802

Q. কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?

A. 1800 খ্রিস্টাব্দ
B. 1857 খ্রিস্টাব্দ
C. 1855 খ্রিস্টাব্দ
D. 1817 খ্রিস্টাব্দ

Q. মুঘল আমলে ভারতে প্রবর্তিত প্রধান দুটি ফসল হল

A. আলু এবং সরিষা
B. তামাক এবং ভুট্টা
C. বাজরা এবং চিনাবাদাম
D. নীল এবং ভুট্টা

Q. আলাউদ্দিন খিলজী-র দাক্ষিণাত্য অভিযানে তাঁর সেনাধ্যক্ষ ছিলেন

A. আইনুল মূলক মুলতানি
B. উলুঘ খান
C. মালিক কাফুর
D. নুসরাত খান

Q. আলিনগরের সন্ধি কবে ক্ষরিত হয়?

Answer: 9th ফেব্রুয়ারি 1757

1756 খ্রিস্টাব্দের 20 june নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে এবং কলকাতার নাম পরিবর্তন করে আলিনগর রাখেন। রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে ব্রিটিশ কোম্পানি কলকাতা পুনর্দখল করে। সিরাজউদ্দৌলা পুনরায় কলকাতা অভিযান করেন কিন্তু এবার ব্যর্থ হন এবং আলিনগরের সন্ধি স্বাক্ষরিত করেন। এই সন্ধির শর্ত অনুসারে ইংরেজরা বিনাশুল্কে বাণিজ্য করার, কলকাতায় দুর্গ নির্মাণ ও নিজেদের মুদ্রা প্রচলনের অধিকার পায়।