Q. কলিকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয় ?

Answer: 1857

কলিকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে প্রতিষ্ঠিত হয় । কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল।

Related GK

Q. হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচকমণ্ডলীরূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল

A. মন্টেগু চেমসফোর্ড রিফর্মস
B. মাউন্টব্যাটেন পরিকল্পনা
C. মিন্টো-মরলে রিফর্মস
D. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935

Q. কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়?

A. বক্সারের যুদ্ধ, 1764
B. পলাশীর যুদ্ধ, 1757
C. চতুর্থ মহীশুর যুদ্ধ, 1799
D. তৃতীয় মহীশুর যুদ্ধ, 1790-92

Q. সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল?

A. লোথাল
B. হরপ্পা
C. ধোলাভিরা
D. সুর্কোটাডা

Q. কোন গ্রন্থ নীল্ চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়?

A. নীলদর্পণ
B. দীনবন্ধু
C. নীলদর্শন
D. আনন্দমঠ

Q. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (Indian Republican Army) কে প্রতিষ্ঠা করেছিলেন?

A. রাসবিহারী বোস
B. চিত্তরঞ্জন দাশ
C. সূর্য সেন
D. সুভাষ চন্দ্র বোস

Q. 'ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ' -এর সঙ্গে কে জড়িত ছিলেন ?

A. রাসবিহারী বোস
B. আনন্দ মোহন বোস
C. মহাদেব গোবিন্দ রানাডে
D. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ

Q. অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার ?

A. মৌর্য বংশ
B. পাল বংশ
C. গুপ্ত বংশ
D. রাষ্ট্রকুট বংশ

Q. ভারতের জাতীয় কংগ্রেসে'র প্রতিষ্ঠাতা সভাপতি কে?

A. এস. এন. ব্যানার্জি
B. ডব্লু. সি. বনার্জী
C. এ. ও. হিউম
D. জি. কে. গোখলে