Q. কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়?

Answer: বক্সারের যুদ্ধ, 1764

বক্সারের যুদ্ধের (1764) মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়। বক্সারের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল বাংলার নবাব মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সঙ্গে ব্রিটিশ দের।

Related GK

Q. 1930 সালের 6ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত —

A. 'বঙ্গ-বিভাগ' -এর সঙ্গে
B. 'ভারত বিভাগ' -এর সঙ্গে
C. মহাত্মার 'ডান্ডি অভিযান' -এর সঙ্গে
D. 'ভারত-ছাড়' আন্দোলনের সঙ্গে

Q. 'এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল' প্রতিষ্ঠা করেন

A. উইলিয়াম মার্শাল
B. রাজা রামমোহন রায়
C. স্যার উইলিয়াম জোন্স
D. সি এফ এন্ড্রুজ

Q. সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন?

A. লর্ড হেস্টিংস
B. লর্ড ডালহৌসী
C. লর্ড ক্যানিং
D. লর্ড বেন্টিঙ্ক

Q. কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?

A. স্যার পেথিক লরেন্স
B. এ ভি আলেকজান্ডার
C. লর্ড ওয়াভেল
D. স্যার স্ট্যাফর্ড ক্রিপস

Q. বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি "বান এসেছে মরা গাঙে" গানটি রচনা করেন ?

A. মুকুন্দ দাস
B. কাজী নজরুল ইসলাম
C. রবীন্দ্রনাথ ঠাকুর
D. লালন ফকির

Q. 'দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইনডিপেনডেন্স' -এর রচয়িতা কে?

A. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
B. দাদাভাই নৌরজী
C. রমেশচন্দ্র দত্ত
D. বিনায়ক দামোদর সাভারকর

Q. আজাদ হিন্দ ফৌজ -এর প্রতিষ্ঠাতা কে?

A. রাসবিহারী বসু
B. ক্যাপ্টেন মোহন সিং
C. শাহনওয়াজ খান
D. সুভাষচন্দ্র বোস

Q. 1946 সালের আই.এন.এ. বিচারসভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন?

A. ভূলাভাই দেশাই
B. তেজ বাহাদুর সপরু
C. পূর্বে উক্ত সকলেই
D. জওহরলাল নেহরু