Q. অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

Answer: শিশির কুমার ঘোষ

শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ 1868 খ্রিস্টাব্দের 20 ই ফেব্রুয়ারি অমৃতবাজার পত্রিকার প্রকাশ করেন।

Related GK

Q. কংগ্রেসের কোন অধিবেশনে 'পূর্ণ স্বরাজের' দাবি ঘোষিত হয়?

A. লাহোর কংগ্রেস
B. সুরাট কংগ্রেস
C. নাগপুর কংগ্রেস
D. কলকাতা কংগ্রেস

Q. কোন আইন কে 'Black-Bill' বলা হত?

A. Pitt ইন্ডিয়া অ্যাক্ট -কে
B. Rowlatt অ্যাক্ট -কে
C. দা রেগুলেটিং অ্যাক্ট-কে
D. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট-কে

Q. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল —

A. মহাত্মা গান্ধির দর্শন নির্ভর
B. সোলোর তত্ত্ব নির্ভর
C. হ্যারড-ডোমার তত্ত্ব নির্ভর
D. মহলানবীশ তত্ত্ব নির্ভর

Q. হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচকমণ্ডলীরূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল

A. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935
B. মাউন্টব্যাটেন পরিকল্পনা
C. মিন্টো-মরলে রিফর্মস
D. মন্টেগু চেমসফোর্ড রিফর্মস

Q. 1927 সালের সাইমন কমিশন বয়কটের কারণ হল

A. উপরের কোনোটিই নয়
B. কমিশনে ভারতীয় কোনো মেন্বার ছিলেন না।
C. ইহা মুসলিম লীগকে সমর্থন করেছিল।
D. কংগ্রেস ভেবেছিল ভারতীয়রা স্বরাজের অধিকারী।