Q. ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল?

Answer: সিমলা কনফারেন্স আহ্বান করা

ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি ছিল সিমলা কনফারেন্স আহ্বান করা। 1945 সালের 14 ই জুন বড়লাট ওয়াভেলল , ওয়াভেল পরিকল্পনা পেশ করেন। ওয়াভেল পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য ছিল ভারতের রাজনৈতীক দলগুলির মধ্যের মতভেদ দুর করা।

Related GK

Q. সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন?

A. লর্ড বেন্টিঙ্ক
B. লর্ড ডালহৌসী
C. লর্ড হেস্টিংস
D. লর্ড ক্যানিং

Q. অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল?

A. রোম -এ
B. টোকিও -তে
C. সিঙ্গাপুর -এ
D. বার্লিন -এ

Q. ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. যদুগোপাল মুখোপাধ্যায়
B. সুভাষচন্দ্র বসু
C. রাসবিহারী বসু
D. হেমচন্দ্র ঘোষ

Q. ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর -এর জন্য 1946 সালে “Break down plan” প্রস্তাব করেন

A. উইনস্টন চার্চিল
B. ক্লিমেন্ট অ্যাটলি
C. লর্ড মাউন্টব্যাটন
D. ভাইসরয় লর্ড ওয়াভেল

Q. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন?

A. মোতিলাল নেহেরু
B. গান্ধীজি
C. চিত্তরঞ্জন দাশ
D. হসরত মোহানি