Q. কোন বৎসর সুভাষচন্দ্র বসু জার্মানীতে 'মহানিষ্ক্রমণ' ঘটেছিল?

Answer: 1941

সুভাষচন্দ্র বসু জার্মানীতে 'মহানিষ্ক্রমণ' ঘটেছিল 1941 সালের 28 মার্চ। সুভাষচন্দ্র বসু এখানে হিটলার ও মুসোলিনির সঙ্গে দেখা করেন।

Related GK

Q. 1857 মহাবিদ্রোহের অব্যবহিত পরে বাংলায় কোন অভুত্থান ঘটে?

A. পাবনা বিদ্রোহ
B. সন্ন্যাসী বিদ্রোহ
C. সাঁওতাল বিদ্রোহ
D. নীল বিদ্রোহ

Q. শ্রীরঙ্গপত্তমে 'স্বাধীনতা বৃক্ষ' স্থাপন করেছিলেন

A. মুর্শিদকুলি খান
B. হায়দার আলি
C. টিপু সুলতান
D. চিন কিলিচ খান

Q. ভারত একটি

A. এককেন্দ্রিক
B. রাষ্ট্র সমবায়
C. রাজ্যসমূহের সংঘ
D. যুক্তরাষ্ট্র

Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?

A. সৈয়দ আহমেদ খান
B. বদরুদ্দীন তৈয়বজী
C. ফজলুল হক
D. আবুল কালাম আজাদ

Q. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল

A. ইন্ডিয়ান লিগ
B. ভারতীয় সাংবিধানিক সভা
C. উপরের কোনোটিই নয়
D. ভারতীয় ন্যাশনাল কংগ্রেস

Q. কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-Dated Cheque' বলে অভিহিত করেছিলেন ?

A. বি. আর. আম্বেদকর
B. মৌলানা আবুল কালাম আজাদ
C. মহাত্মা গান্ধি
D. সর্দার বল্লভভাই প্যাটেল

Q. কংগ্রেস ‘সাইমন কমিশন’ বর্জন করেছিল কেন?

A. এটি নির্ধারিত সময়ের এক বছর আগে নিয়োগ করা হয়েছিল
B. ভারতীয়দের নিজেদের সংবিধান স্থির করার দাবিকে নস্যাৎ করেছিল
C. কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিল না
D. মুসলিম লিগের একজন সদ্স্য এ’তে ছিল

Q. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (Indian Republican Army) কে প্রতিষ্ঠা করেছিলেন?

A. রাসবিহারী বোস
B. চিত্তরঞ্জন দাশ
C. সূর্য সেন
D. সুভাষ চন্দ্র বোস

Q. কারা 'প্রত্যক্ষ সংগ্রাম' -এর (Direct Action) ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয়?

A. জাতীয় কংগ্রেস (8 আগস্ট, 1942)
B. মুসলিম লীগ (16 আগস্ট, 1946)
C. হিন্দু মহাসভা (3 জুন, 1942)
D. ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (18 আগস্ট, 1945)