Q. 'ঢাকা অনুশীলন সমিতি' কে প্রতিষ্ঠা করেন?

Answer: পুলিনবিহারী দাস

ঢাকা অনুশীলন সমিতি ১৯০৫ সালের নভেম্বর মাসে পুলিনবিহারী দাসের নেতৃত্বে ৮০ জন সদস্য নিয়ে এই দল প্রতিষ্ঠিত হয়।

Related GK

Q. 1930 সালের 6ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত —

A. মহাত্মার 'ডান্ডি অভিযান' -এর সঙ্গে
B. 'বঙ্গ-বিভাগ' -এর সঙ্গে
C. 'ভারত বিভাগ' -এর সঙ্গে
D. 'ভারত-ছাড়' আন্দোলনের সঙ্গে

Q. হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচকমণ্ডলীরূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল

A. মন্টেগু চেমসফোর্ড রিফর্মস
B. মাউন্টব্যাটেন পরিকল্পনা
C. মিন্টো-মরলে রিফর্মস
D. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935

Q. কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন ?

A. সরোজিনী নাইডু
B. ভিকোজী রুস্তম কামা
C. অ্যানি বেসান্ত
D. ভগিনী নিবেদিতা

Q. ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষ বসু কাকে পরাজিত করেছিলেন?

A. মৌলানা আজাদ
B. রাজেন্দ্র প্রসাদ
C. জহরলাল নেহেরু
D. পট্টভি সীতারামাইয়া

Q. কোন গ্রন্থ নীল্ চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়?

A. আনন্দমঠ
B. নীলদর্পণ
C. দীনবন্ধু
D. নীলদর্শন

Q. ‘তিতুমির’ কে ছিলেন?

A. ফরাজী আন্দোলনের নেতা
B. সিপাহী আন্দোলনের নেতা
C. নীল বিদ্রোহ –এর নেতা
D. ওয়াহাবী আন্দোলনের নেতা

Q. নিম্নোক্ত ঐতিহাসিকদের মধ্যে কে আলিগড় স্কুলের অন্তর্ভুক্ত নন ?

A. অনিল সীল
B. ইরফান হাবিব
C. নুরুল হাসান
D. আতয়ার আলি

Q. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন?

A. পদ্মনাভন
B. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C. অ্যানি বেসান্ত
D. পিঙ্গালি ভেঙ্কাইয়া

Q. গান্ধিজির আইন-অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন ?

A. লর্ড হার্ডিঞ্জ
B. লর্ড লিনলিথগো
C. লর্ড মিন্টো
D. লর্ড আরউইন