Q. ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষ বসু কাকে পরাজিত করেছিলেন?

Answer: পট্টভি সীতারামাইয়া

ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষ বসু পট্টভি সীতারামাইয়া পরাজিত করেছিলেন। ত্রিপুরী অধিবেশন হয়েছিল 1939 সালে।

Related GK

Q. কংগ্রেস কর্তৃক গঠিত 'জাতীয় পরিকল্পনা কমিটি 'র সভাপতি কে ছিলেন?

A. জওহরলাল নেহেরু
B. আসফ আলি
C. রাজেন্দ্র প্রাসাদ
D. তেজ বাহাদুর সপ্রু

Q. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (Indian Republican Army) কে প্রতিষ্ঠা করেছিলেন?

A. চিত্তরঞ্জন দাশ
B. সূর্য সেন
C. রাসবিহারী বোস
D. সুভাষ চন্দ্র বোস

Q. কবে ‘ডান্ডী অভিযান’ হয়েছিল?

A. 12 ই মার্চ, 1930
B. 7 ই আগস্ট, 1942
C. 12 ই এপ্রিল, 1925
D. 14 ই মে, 1935

Q. গণপরিষদের সভাপতি কে ছিলেন?

A. সি. রাজাগোপালাচারী
B. জহরলাল নেহরু
C. রাজেন্দ্র প্রসাদ
D. বি.আর. আম্বেদকর

Q. 'ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ' -এর সঙ্গে কে জড়িত ছিলেন ?

A. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
B. মহাদেব গোবিন্দ রানাডে
C. রাসবিহারী বোস
D. আনন্দ মোহন বোস

Q. ভারতীয় জাতীয় বাহিনীর (আই. এন. এ ) প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন?

A. উপরের কেউ নয়
B. নেতাজী সুভাষ চন্দ্র বসু
C. রাসবিহারী বসু
D. ক্যাপ্টেন মোহন সিং

Q. কারা 'প্রত্যক্ষ সংগ্রাম' -এর (Direct Action) ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয়?

A. জাতীয় কংগ্রেস (8 আগস্ট, 1942)
B. মুসলিম লীগ (16 আগস্ট, 1946)
C. হিন্দু মহাসভা (3 জুন, 1942)
D. ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (18 আগস্ট, 1945)