Q. 1930 সালের 6ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত —

Answer: মহাত্মার 'ডান্ডি অভিযান' -এর সঙ্গে

1930 সালের 6ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত —
মহাত্মার 'ডান্ডি অভিযান' -। মূলত লবণ আইন ভঙ্গের জন্য গান্ধীজি ডান্ডি অভিযান করেছিলেন।

Related GK

Q. ’এশিয়াটিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা কে?

A. ডেভিড হেয়ার
B. এইচ. ভি. ডিরোজিও
C. উইলিয়াম জোন্স
D. আলেকজান্ডার ডাফ

Q. গান্ধিজির আইন-অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন ?

A. লর্ড আরউইন
B. লর্ড হার্ডিঞ্জ
C. লর্ড লিনলিথগো
D. লর্ড মিন্টো

Q. লক্ষ্ণৌ চুক্তি (1916) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

A. মুসলিম লীগ ও ভারত সভা
B. হোমরুল লীগ ও মুসলিম লীগ
C. ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ
D. স্বরাজ্য দল ও ভারতীয় জাতীয় কংগ্রেস

Q. ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন?

A. জে. এ. হিকি
B. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
C. বাল গঙ্গাধর তিলক
D. রাজা রামমোহন রায়

Q. এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত?

A. কথামালা
B. এ নেশন ইন মেকিং
C. বর্তমান ভারত
D. কথামৃত

Q. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?

A. এটলী
B. লর্ড মাউন্টব্যাটেন
C. লর্ড লিনলিথগো
D. লর্ড ওয়াভেল

Q. কে অ্যাংলো-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?

A. দয়ানন্দ সরস্বতী
B. আত্মারাম পান্ডুরঙ্গ
C. মহাদেব গোবিন্দ রানাডে
D. লালা হংসরাজ

Q. ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন?

A. লর্ড হার্ডিঞ্জ
B. লর্ড ডালহৌসি
C. লর্ড হেস্টিংস
D. লর্ড কর্ণওয়ালিশ

Q. কে 'হিন্দু প্যাট্রিয়ট' -এর সম্পাদক?

A. শিশির কুমার ঘোষ
B. মোতিলাল ঘোষ
C. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
D. হরিশচন্দ্র মুখার্জী

Q. 'মহারানীর ঘোষণাপত্রের' তারিখ কী ছিল?

A. 29শে মার্চ, 1857
B. 1লা নভেম্বর, 1858
C. 11ই ফেব্রুয়ারী, 1860
D. 10ই মে, 1857