Q. অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মূলতুবী রাখা হয়েছিল?

Answer: 1922

অসহযোগ আন্দোলন 1922 সালে সাময়িকভাবে মূলতুবী রাখা হয়েছিল। 1922 সালে চৌড়িচৌরা ঘটনার পর এই আন্দোলন স্থগিত রাখা হয়।

Related GK

Q. হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন —

A. বি. জি. তিলক
B. বি. আর. আম্বেদকর
C. এম. কে গান্ধি
D. এন এম লোখান্ডি

Q. স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন —

A. কনজারভেটিভ পার্টি
B. লিবারাল পার্টি
C. অফিসিয়াল পার্টি
D. লেবার পার্টি

Q. ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন

A. সর্দার বল্লভ ভাই প্যাটেল
B. মোহনদাস করমচাঁদ গান্ধী
C. জওহরলাল নেহেরু
D. ডঃ বি আর আম্বেদকর

Q. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

A. ক্লিমেন্ট এটলি
B. লর্ড ওয়েভেল
C. চক্রবর্তী রাজাগোপালাচারী
D. লর্ড মাউন্টব্যাটেন

Q. বঙ্গভঙ্গ কবে রদ হয় —

A. 1909 সালে
B. 1914 সালে
C. 1907 সালে
D. 1911 সালে

Q. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে কাকে অভিহিত করা হয়?

A. বীরসালিঙ্গম পানতুলু
B. রাজা রামমোহন রায়
C. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D. মহাদেব গোবিন্দ রানাডে

Q. কবে কার অধিনায়কত্বে Indian National Army আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল?

A. রাসবিহারী বসু, 1942
B. সুভাষচন্দ্র বসু, 1943
C. উপরোক্ত কোনো ব্যক্তি নয়
D. ক্যাপ্টেন মোহন সিংয় -এর নেতৃত্বে (সিঙ্গাপুরে) 1942 -এ