Q. কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন ?

Answer: ভগিনী নিবেদিতা

ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন ভগিনী নিবেদিতা। ১৯০৪ সালে স্বামী বিবেকানন্দের আইরিশ শিষ্যা ভগিনী নিবেদিতা ভারতের প্রথম জাতীয় পতাকার রূপদান করেন। এই পতাকাটি ভগিনী নিবেদিতার পতাকা নামে অভিহিত হয়। লাল চতুষ্কোণাকার এই পতাকার কেন্দ্রে ছিল বজ্র ও শ্বেতপদ্ম সংবলিত একটি হলুদ ইনসেট। পতাকায় "বন্দে মাতরম" কথাটি বাংলায় লিখিত ছিল।

Related GK

Q. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল?

A. কম্যুনাল আওয়ার্ড
B. অসহযোগ আন্দোলন
C. Rowlatt আইন প্রণয়ন
D. সাইমন কমিশনের আগমন

Q. দীনবন্ধু মিত্র রচিত 'নীল দর্পণ' গ্রন্থে কোন শ্রেণির ওপর নিপীড়নের বর্ণনা আছে ?

A. উপরোক্ত প্রতিটি শ্রেণীরই
B. নীল চাষি
C. ভূমিহীন মজুর
D. বাংলার কারিগর

Q. 'উলগুলান' শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত ?

A. মুণ্ডা অভ্যুত্থান
B. গোর্খা অভ্যুত্থান
C. কোল অভ্যুত্থান
D. সাঁওতাল অভ্যুত্থান

Q. খোদা-ই-খিদমৎগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. খান আব্দুল গফ্ফর খান
B. ডঃ আনসারি
C. আব্বাস তায়েবজী
D. মৌলানা আজাদ