Q. কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-Dated Cheque' বলে অভিহিত করেছিলেন ?

Answer: মহাত্মা গান্ধি

গান্ধীজি ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-Dated Cheque' বলে অভিহিত করেছিলেন।1942 সালে ক্রিপস ভারতে আসেন। তার এই ভারত আগমন ক্রিপস মিশন বা ক্রিপস দৌত্য নামে পরিচিতি। গান্ধীজি হরিজন পত্রিকায় এই প্রস্তাবগুলিকে" দুর্ভাগ্য জনক প্রস্তাব" আখ্যা দিয়েছেন।

Related GK

Q. ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল?

A. সিমলা কনফারেন্স আহ্বান করা
B. হায়দরাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অঙ্গীভূতকরণ
C. কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি গড়া
D. উত্তর–পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট নেওয়া

Q. কবে ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠিত হয়েছিল?

A. 11 ই মে, 1941
B. 1 লা সেপ্টেম্বর, 1942
C. 1 লা অক্টোবর, 1939
D. 10 ই আগস্ট, 1940

Q. নিম্নোক্ত ঐতিহাসিকদের মধ্যে কে আলিগড় স্কুলের অন্তর্ভুক্ত নন ?

A. ইরফান হাবিব
B. আতয়ার আলি
C. অনিল সীল
D. নুরুল হাসান

Q. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

A. লর্ড ওয়েভেল
B. ক্লিমেন্ট এটলি
C. লর্ড মাউন্টব্যাটেন
D. চক্রবর্তী রাজাগোপালাচারী

Q. কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের (23 শে নভেম্বর, 1919 খ্রিঃ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন ?

A. মতিলাল নেহেরু
B. সুভাষচন্দ্র বসু
C. চিত্তরঞ্জন দাস
D. মহাত্মা গান্ধী

Q. 'হিন্দু মজদুর সংঘ' -এর প্রতিষ্ঠাতা ছিলেন?

A. ভি বি প্যাটেল
B. এন এম যোশি
C. জি এল নন্দ
D. দাদাভাই নওরোজী

Q. ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন

A. লর্ড মাউন্টব্যাটেন
B. স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
C. স্যার সিরিল রাডক্লিফ
D. স্যার পেথিক লরেন্স

Q. কে 'হিন্দু প্যাট্রিয়ট' -এর সম্পাদক?

A. মোতিলাল ঘোষ
B. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
C. হরিশচন্দ্র মুখার্জী
D. শিশির কুমার ঘোষ