Q. কোন সালে নেতাজী সুভাষ চন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন?

Answer: 1941

Related GK

Q. কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?

A. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড
B. চৌরিচৌরা
C. রাওলাট আইন
D. ডান্ডি মার্চ

Q. 1927 সালের সাইমন কমিশন বয়কটের কারণ হল

A. ইহা মুসলিম লীগকে সমর্থন করেছিল।
B. কমিশনে ভারতীয় কোনো মেন্বার ছিলেন না।
C. কংগ্রেস ভেবেছিল ভারতীয়রা স্বরাজের অধিকারী।
D. উপরের কোনোটিই নয়

Q. 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?

A. ভারতের কমিউনিস্ট পার্টি
B. বেঙ্গল জমিদার লিগ
C. ভারত সভা
D. মুসলিম লিগ

Q. ভারতের জাতীয় কংগ্রেসের 'জনক' বলে কাকে অভিহিত করা হয়?

A. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
B. মহাত্মা গান্ধি
C. লোকমান্য তিলক
D. এ. ও. হিউম

Q. কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?

A. স্যার পেথিক লরেন্স
B. স্যার স্ট্যাফর্ড ক্রিপস
C. এ ভি আলেকজান্ডার
D. লর্ড ওয়াভেল

Q. তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

A. হরিশ চন্দ্র মুখার্জি
B. দেবেন্দ্রনাথ ঠাকুর
C. অক্ষয় কুমার দত্ত
D. রামমোহন রায়

Q. মগধের কোন শাসক 'সেনিয়া' নামে পরিচিত ছিলেন ?

A. বিম্বিসার
B. অজাতশত্রু
C. চন্দ্রগুপ্ত মৌর্য
D. মহাপদ্ম নন্দ

Q. ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল?

A. কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি গড়া
B. সিমলা কনফারেন্স আহ্বান করা
C. উত্তর–পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট নেওয়া
D. হায়দরাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অঙ্গীভূতকরণ

Q. লক্ষ্ণৌ চুক্তি (1916) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

A. ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ
B. হোমরুল লীগ ও মুসলিম লীগ
C. স্বরাজ্য দল ও ভারতীয় জাতীয় কংগ্রেস
D. মুসলিম লীগ ও ভারত সভা