Q. কোন বছরে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয়?

Answer: 1911

ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় 1911 সালে। ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড আরউইন নতুন রাজধানী হিসেবে নয়া দিল্লির উদ্বোধন ঘোষণা করেন 1931 সালে।

Related GK

Q. 'ডান্ডি অভিযান' কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা ছিল ?

A. স্বদেশী-বয়কট আন্দোলন
B. আইন অমান্য আন্দোলন
C. ভারত ছাড়ো আন্দোলন
D. অসহযোগ আন্দোলন

Q. নিম্নোক্ত ঐতিহাসিকদের মধ্যে কে আলিগড় স্কুলের অন্তর্ভুক্ত নন ?

A. অনিল সীল
B. আতয়ার আলি
C. নুরুল হাসান
D. ইরফান হাবিব

Q. 'দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইনডিপেনডেন্স' -এর রচয়িতা কে?

A. দাদাভাই নৌরজী
B. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
C. রমেশচন্দ্র দত্ত
D. বিনায়ক দামোদর সাভারকর

Q. বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন?

A. বল্লভভাই প্যাটেল
B. মহাত্মা গান্ধী
C. চমনলাল
D. রাজাগোপালাচারী

Q. ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষ বসু কাকে পরাজিত করেছিলেন?

A. মৌলানা আজাদ
B. জহরলাল নেহেরু
C. রাজেন্দ্র প্রসাদ
D. পট্টভি সীতারামাইয়া

Q. 'উলগুলান' শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত ?

A. গোর্খা অভ্যুত্থান
B. কোল অভ্যুত্থান
C. মুণ্ডা অভ্যুত্থান
D. সাঁওতাল অভ্যুত্থান

Q. কোন আইন কে 'Black-Bill' বলা হত?

A. দা রেগুলেটিং অ্যাক্ট-কে
B. Rowlatt অ্যাক্ট -কে
C. Pitt ইন্ডিয়া অ্যাক্ট -কে
D. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট-কে